১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত   ●  রামুতে ‘প্রভাবমুক্ত’ উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দিল অবৈধ স্থাপনা   ●  এবার টেকনাফে সিএনজি থেকে ৭ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা 

অসহায়দের পাশে ‘রাবেয়া আলী ফাউন্ডেশন’

অসহায়দের পাশে ‘রাবেয়া আলী’ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। প্রতিবারের মতোই ‘ভালো কাজে অসহায়দের পাশে থাকে সংগঠনটি। এবার মাহে রমজান, আসন্ন ঈদুল ফিতরও অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জেলা তাঁতীদলের সদস্য সচিব, হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২১ সাল থেকে তাঁর পিতা-মাতার নামে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। শুরু থেকে অসহায়দের পাশে দাড়ান সংগঠনটি। তিনি আরো জানান, তাঁদের ভাই-বোনরা সম্মিলিতভাবে সংগঠনটি প্রতিষ্টিত করেন। তাঁদের বাৎসরিক আয় থেকে নানা সময় অসহায়দের পাশে দাড়ান।
প্রাপ্ততথ্য মতে, গেল করোনাকালীন সময়ে সংগঠনটি ব্যাপক হারে বিভিন্ন স্থরের লোকজনের পাশে দাড়িয়ে ছিল।
ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জেলা তাতীদলের সদস্য সচিব হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী আরো বলেন, চলমান রমজানে ইফতার সামগ্রী এবং আসন্ন ঈদুল ফিতরেও অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি, বিতরণ করা হয়েছে। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও উখিয়া উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল হক আমিন উপস্থিত ছিলেন।
হোমিওপ্যাথি চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী তাঁর মরহুম পিতা ও মা’র জন্য দোয়া চেয়েছেন। তাঁর মা এখনো বেঁচে আছেন। তাঁরা ৫ ভাই প্রতিষ্টিত ব্যবসায়ী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।