শফিক আজাদ,(চীপ রিপোর্টার): মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে চলে আসা নির্যাতিত, অসহায় রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছেন রোটার্যাক্টর ক্লাব অব ঢাকা ইউনির্ভাসিটি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উখিয়ার কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পে উক্ত সংগঠনের পক্ষে ত্রাণ বিতরণ করেন ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনির্ভাসিটির রোটার্যাক্টর কে নাহার কবির, এশিয়ান ইয়ুথ সেন্টারে ঢাকা ইউনির্ভাসিটির রোটার্যাক্টর নাজির মাহমুদ রাকিন, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনির্ভাসিটির সভাপতি রোটার্যাক্টর মহিনুর রহমান, সেক্রেটারী রোটার্যাক্টর আকলিমা জান্নাত, ক্লাব সার্ভিস ডিরেক্টর ঢাকা ইউনির্ভাসিটির রোটার্যাক্টর হাফিজ আহমেদ ও ক্লাব সার্ভিস ডিরেক্টর ঢাকা ইউনির্ভাসিটির রোটার্যাক্টর আহমেদ বেলায়েত। তারা এসময় প্রায় দেড় শতাধিক অসহায় রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।