১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড সেরা রিপোর্টার হাবিব ও মাকসুদ উন-নবী

বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৭ প্রদান করেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে এ পুরস্কার প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ বছর প্রিন্ট মিডিয়ায় সেরা রিপোর্টের জন্য আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৭ হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার (ক্রাইম) হাবিব রহমান। তিনি ২০১৬ সালে দৈনিক আমাদের সময় পত্রিকায় ‘সরেজমিন নকল ওষুধ’ শিরোনামে ৭ পর্বে প্রকাশিত ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্টের জন্য এ পুরস্কার পেয়েছেন।
ইলেকট্রুনিক মিডিয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাকসুদ-উন-নবীর ‘রানা প্লাজা দুর্ঘটনায় আহত উদ্ধারকারী পরিচয়দাতার প্রতারণা’ সংক্রান্ত রিপোর্ট সেরা রিপোর্ট হিসেবে মনোনীত হয়েছে। আলোকচিত্র ক্যাটাগরিতে এ বছর কোনো আলোকচিত্র সেরা মনোনীত না হওয়ায় এই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা যায়নি।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। জুরি বোর্ডের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ প্রিন্ট ও ইলেকট্রুনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত অপরাধ সংক্রান্ত সেরা রিপোর্ট এবং সংবাদপত্রে প্রকাশিত আইনশৃঙ্খলা বিষয়ক সেরা আলোকচিত্রের জন্য এ বছর থেকে আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড চালু করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।