২৭ ডিসেম্বর, ২০২৪ | ১২ পৌষ, ১৪৩১ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  পানির ট্যাংকে লুকিয়ে থেকে ও শেষ রক্ষা হলো না কাবেরী’র   ●  কক্সবাজারের অগ্রগতি ও উন্নয়ন থমকে দিচ্ছে রোহিঙ্গা সমস্যা – শাহজাহান চৌধুরী   ●  উখিয়ায় বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ এর কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে   ●  রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২, পুড়লো ৫ শতাধিক ঘর   ●  তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ   ●  উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড   ●  নূরসানা মোর্শেদ পিউলির ঘরে অন্যরকম আনন্দ   ●  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উখিয়ার বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের   ●  “নূরসানা মোর্শেদ পিউলির বৃত্তি লাভ”   ●  এসপি হলেন সীমান্ত উপজেলার বাহারছড়ার সন্তান মোঃ সাইফুল্লাহ

আইডিইবি’র কেন্দ্রীয় ভবনে হামলা ভাংচুর প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন, বিক্ষোভ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কাকরাইলস্থ কেন্দ্রীয় ভবনে হামলা, ব্যাপক ভাংচুরের ধ্বংসযজ্ঞ সৃষ্টি ও পার্কিংয়ে থাকা দু’টি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আইডিইবি কক্সবাজার জেলার উদ্যোগে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আইডিইবি কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী জালাল উদ্দিন প্রমি’র সভাপতিত্বে আইডিইবি কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌশলী হেলাল মোরশেদ সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ কক্সবাজার জেলার আহবায়ক প্রকৌশলী রিটেন চাকমা, সহ-সভাপতি প্রকৌশলী ওমর ফারুক, বিজ্ঞান ও প্রশিক্ষণ সম্পাদক এবং পলিটেকনিক সাবেক ছাত্রলীগ সভাপতি প্রকৌশলী সাজ্জাদ হোসেন চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. ওসমান গনি, আইডিইবি মহেশখালি উপজেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী কাওচার আলম, চকরিয়া উপজেলা’র সদস্য সচিব এহসান উল্লাহ খোকন, সদস্য প্রকৌশলী রাহুল কাদের রাহাত সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আইডিইবি  দেশ ও জাতির সেবায় গত ৫৩ বছর ধরে ৮৫% দেশ ও জনগনের কল্যাণে কারিগরি ও অকারিগরি খাতে গবেষণা, জ্ঞান অন্বেষন, জরুরি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সুপারিশ ও কর্ম পরিকল্পনা প্রণয়ন কাজে নিয়োজিত থেকে রাস্ট্রকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করে আসছে।
সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান আইডিইবি’র কেন্দ্রীয় ভবনে রাজনৈতিক ছদ্মবেশে ন্যাক্কারজনক হামলা, ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন ও গাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রসঙ্গতঃ গত ২৮ অক্টোবর এই হামলার ঘটনা ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।