২৩ এপ্রিল, ২০২৫ | ১০ বৈশাখ, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আওয়ামী লীগের কমিটির বাকি সদস্যের নাম ঘোষণা আজ

Awami
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৭ সম্পাদক, ২ উপ-সম্পাদক ও ২৮ সদস্যের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অাজ বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করা হবে।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে এ তথ্য জানান দলটির নতুন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া শিগগিরই মন্ত্রিসভায় রদ বদল আনা হবে বলেও জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শিগগিরই মন্ত্রিসভায় রদব দল আনা হবে। কবে রদ বদল আনা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার’।

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কমিটিতে বেশকিছু নতুন মুখ এসেছে। তৃণমূল থেকেও অনেককে আনা হয়েছে। নতুন যারা এসেছেন, তারা দক্ষ, যোগ্য, ও মেধাবী হওয়ার কারণেই কমিটিতে জায়গা করে নিয়েছেন।’

এর আগে, গত ২৫ অক্টোবর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করে দলটি। গত ২৩ অক্টোবর দলটির জাতীয় সম্মেলন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়েছিল। জাগোনিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।