২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আগামী জাতীয় নির্বাচন হবে জাতীয় পার্টির জন্য পরীক্ষা: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ‘ক্ষমতার বাইরে ২৬ বছর থেকেও রাজনীতির মাঠে এখনও টিকে আছি। কিন্তু বিএনপি মাঠে নেই। আগামী জাতীয় নির্বাচন হবে জাতীয় পার্টির জন্য পরীক্ষা। জণগণের সমর্থন নিয়ে এই পরীক্ষায় জাতীয় পার্টি উত্তীর্ণ হবে।’

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এরশাদ। আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মুশফিকুর রহিমকে পরিচয় করিয়ে দেওয়া উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

এরশাদ বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের সূচনা হবে খুলনার মেয়র নির্বাচনের মধ্য দিয়ে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময়ে খুলনাসহ দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সোজা পথে চলি। রাজনীতির আঁকাবাঁকা পথ আমরা জানি না। বিএনপি জাতীয় পার্টির ওপর যে অত্যাচার করেছে তার ফল এখন তারা ভোগ করছে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন, মেয়র প্রার্থী মুসফিকুর রহিম, জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম মধুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পরে খুলনার বেশ কয়েকজন আইনজীবী জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ রকম আরও একটি যোগদান অনুষ্ঠান শেষে এরশাদ ঢাকায় ফিরে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।