২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আগামী নির্বাচনে না এলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না: নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে না এলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করছেন। জীবন বাজি রেখে জঙ্গি দমন করে শান্তি ফিরিয়ে এনেছেন। দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। এসব উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে হবে এবং শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইতে হবে।

তিনি রবিবার বিকালে গাজীপুরে ৫০০ শয্যার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের নব-নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আগামী বিএনপিকে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে নাসিম বলেন, যে যত ফরমলাই দিক, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। গত তিন বছরে গাজীপুরে স্বাস্থ্য খাতে তিনশ’ কোটি টাকার উন্নয়ন হয়েছে। আগামী দেড় বছরে আরো ছয়শ’ কোটি টাকা ব্যয় করা হবে। যাতে মানুষ হাসপাতালে সুচিকিত্সা এবং মেডিক্যাল কলেজে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আবার জঙ্গিবাদের উত্থান হবে। উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। দেশ ধবংস হয়ে যাবে।

স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. জাহিদ আহসান রাসেল এমপি ও সিমিন হোসেন রিমি এমপি। বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সবুজ, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিবউল্লাহ, জেলা বিএমএ সভাপতি ডা. আমীর হোসাইন রাহাত প্রমুখ।

এর আগে মন্ত্রী দুপুরে টঙ্গি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও মালেকের বাড়িতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ভবন উদ্বোধন করেন। এছাড়া তিনি পর্যায়ক্রমে গাজীপুরে নার্সিং কলেজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট, মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল এবং ৫টি ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন ও ফলক উন্মোচন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।