এম.জিয়াবুল হক,(চকরিয়া): বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল ১১ নভেম্বর নানা আয়োজনের মাধ্যমে সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিচ্ছবিতে মাল্যদান করেন যুবলীগের নেতাকর্মীরা।
দুপুরে উপজেলা পরিষদ সড়কে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী। র্যালীটি সড়ক প্রদিক্ষন শেষে বিকাল তিনটার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছির এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দীন জয়নাল। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আলহাজ এইচএম শহিদুল্লাহ চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাড. ওমর ফারুক শিবলী, হেলাল উদ্দিন হেলালী, উত্তম কুমার দাশ, উপজেলা যুবলীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর মুজিবুল হক, জাবেদ হোসেন পুতুল, মহিদুল ইসলাম, কামরুল হাসান কাইছার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল, শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান, রেফায়েত সিকদার, তারেকুল ইসলাম চৌধুরী, ফরহাদ হোসেন পার্কেল, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুজন, প্রচার সম্পাদক জিল¬ুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সালাহউদ্দিন, তথ্য সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক তৌহিদুল ইসলাম মিটু, উপ-দপ্তর সম্পাদক মুজিবুল হক, সাংস্কৃতিক সম্পাদক সাইদুল করিম, স্বাস্থ্য সম্পাদক মাহামুদুল হক চৌধুরী তপসির, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ারুল ইসলাম আনু, মুক্তিযোদ্ধা সম্পাদক আবদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক যথাক্রমে সাইফুল ইসলাম সাদেক, ওসমান গণি, হাবিবুর রহমান, আজিজুল হক, তৌহিদুল ইসলাম, সাহাবউদ্দিন মিজান, মো. আলমগীর, শফিউল আলম, জাফর আলম, এড. জিয়াবুল করিম, ফোরকানুল ইসলাম, শহীদুল ইসলাম টিপু, জয়নাল হাজারী, এমরানুল হক, সাইফুল ইসলাম পুতু, আবদুর রশিদ, জামাল উদ্দিন, নাঈমুল হক, মহি উদ্দিন, এনামুল হক, মনজুর হাসনাত, সুধীর চন্দ্র দাশ, মো. আবু ইউসুফ, সহ সম্পাদক মঈনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়াতুল কবির বাপ্পী, সহ সভাপতি সাইফুল ইসলাম বাবুল। খুটাখালী যুবলীগের সাঃ সম্পাদক আবু তৈয়ব, মোতালেব,ফারুক,এনাম,আমিন,এমরাম,সাকিব, ফাঁসিয়াখালীর নাজমুল হাসান লিটন,কাকরা মিনারুর রহমান,নুরুল হুদা,নজরুল ইসলাম, মোঃ আলমগীর, সুরাজপুর-মানিকপুরের আহ্বায়ক ফেরদৌস আলম, যুগ্ন আহ্বায়ক মোঃ রুবেল, বদি আলম, লক্ষারচরের সাঃ সম্পাদক জুবাইরুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দীন, বরইতলীর যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, সাহাবউদ্দীন,মোঃ কাইছার, বমুবিলছড়ি সভাপতি ডাঃ মিজানুর রহমান, চিরিংগা ইউনিয়ন আহ্বায়ক সাহাবউদ্দীন মিজান, যুগ্ন আহ্বায়ক মোঃ ইসমাইল, জাহাংগীর আলম, ছাত্রনেতা জালাল উদ্দীন, মোঃ নাছিম, সানাউল্লাহ্ প্রমুখ।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে একটি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার যুবলীগের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছে। বিএনপি-জামায়াত জোটের আমলে আন্দোলন সংগ্রামে যুবলীগের প্রতিটি নেতাকর্মী রাজপথের অগ্রভাগে থেকে আওয়ামীলীগকে সহযোগিতা করেছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের ভুমিকা অপরীসিম। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বিশ^দরবারে বাঙ্গালি জাতি মর্যাদার আসনে। আমাদেরকে এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। সেইজন্য আগামী দিনেও শেখ হাসিনার সৈনিক হিসেবে যুবলীগকে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তৃনমুলে যুব সমাজকে সুসংগঠিত করার মাধ্যমে চকরিয়া-পেকুয়া আসনে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। যাতে এই আসনটি আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।