২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

‘আগামী সপ্তাহে ইসির কর্মপরিকল্পনা চূড়ান্ত হতে পারে’

আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অগ্রাধিকারমূলক কাজের বাস্তবায়ন সূচি নির্ধারণে রোববার নির্বাচন কমিশনের সভায় ‘রোডম্যাপের’ খসড়া উপস্থাপন করা হয়েছে।

আগামী সভায় এ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

রোববার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে চতুর্থ কমিশন সভা হয়েছে। পরে সচিব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ইসি সচিব বলেন, রোডম্যাপের কর্মপরিকল্পনাগুলো পুরোপুরি কমিশন পর্যালোচনা করতে পারেনি। সেক্ষেত্রে কমিশনের আগামী বৈঠকে (২৩ মে) এ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে।

তিনি জানান, রোডম্যাপের কাজ গুছিয়ে আনতে প্রয়োজনে পরামর্শকও নেওয়া হতে পারে। এ কর্মপরিকল্পনা চূড়ান্তের পর তা বই আকারে প্রকাশ করা হবে।

রাজনৈতিকদলের সঙ্গে সংলাপের বিষয়ে সচিব বলেন, রোডম্যাপ চূড়ান্ত না হলে এটা বলা যাচ্ছে না। তবে ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত   রাজনৈতিকদলের সঙ্গে সংলাপের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

ইসি কর্মকর্তা জানান, রোডম্যাপে কমপক্ষে সাতটি বিষয় অগ্রাধিকার পাচ্ছে। এর মধ্যে রয়েছে- নির্বাচনী আইনের সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা হালনাগাদ, ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণ,  ভোটকেন্দ্র প্রস্তুত ও ইভিএমের জন্য প্রস্তুতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।