২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

‘আগামী সপ্তাহে ইসির কর্মপরিকল্পনা চূড়ান্ত হতে পারে’

আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অগ্রাধিকারমূলক কাজের বাস্তবায়ন সূচি নির্ধারণে রোববার নির্বাচন কমিশনের সভায় ‘রোডম্যাপের’ খসড়া উপস্থাপন করা হয়েছে।

আগামী সভায় এ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

রোববার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে চতুর্থ কমিশন সভা হয়েছে। পরে সচিব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ইসি সচিব বলেন, রোডম্যাপের কর্মপরিকল্পনাগুলো পুরোপুরি কমিশন পর্যালোচনা করতে পারেনি। সেক্ষেত্রে কমিশনের আগামী বৈঠকে (২৩ মে) এ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে।

তিনি জানান, রোডম্যাপের কাজ গুছিয়ে আনতে প্রয়োজনে পরামর্শকও নেওয়া হতে পারে। এ কর্মপরিকল্পনা চূড়ান্তের পর তা বই আকারে প্রকাশ করা হবে।

রাজনৈতিকদলের সঙ্গে সংলাপের বিষয়ে সচিব বলেন, রোডম্যাপ চূড়ান্ত না হলে এটা বলা যাচ্ছে না। তবে ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত   রাজনৈতিকদলের সঙ্গে সংলাপের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

ইসি কর্মকর্তা জানান, রোডম্যাপে কমপক্ষে সাতটি বিষয় অগ্রাধিকার পাচ্ছে। এর মধ্যে রয়েছে- নির্বাচনী আইনের সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা হালনাগাদ, ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণ,  ভোটকেন্দ্র প্রস্তুত ও ইভিএমের জন্য প্রস্তুতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।