২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন মুশফিকরা

tmp_27702-file-2519013111

চলতি মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে এর আগে প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ। বিপিএলের জন্য দুই ভাগে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার প্রথম ফ্লাইট যাচ্ছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমসহ আরো ১২ ক্রিকেটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যে। এ দল দুটির হয়ে খেলছেন জাতীয় দলের সাত তারকা। ঢাকা ডায়ামাইটসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানভীর হায়দার।

আর রাজশাহী কিংসের হয়ে খেলছেন সাব্বির রহমান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। তাই তারা দ্বিতীয় ফ্লাইটে আগামী শনিবার অস্ট্রেলিয়া উড়ে যাবেন। তাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের সিমিত ওভার ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।

এছাড়া মুশফিকের নেতৃত্বে রাত সোয়া ১০টায় তারা সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছাবেন বাকি ক্রিকেটাররা। সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। একইসঙ্গে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলবে তারা।

অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে উড়ে যাবে টাইগাররা। ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর বক্সিং ডে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডের আগে ১৫ জনের স্কোয়াড দেয়া হবে। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে শেষে দেয়া হবে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড। ৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে টেস্ট স্কোয়াড দেয়া হবে ১৭ সদস্যের। ৮ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরে আসবে পাঁচ ক্রিকেটার।

নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভির হায়দার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।