আজ ৫ মে আন্তর্জাতিক ধাত্রী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
যুগ যুগ ধরে ধাত্রীরা যে ভাবে মায়েদের সন্তান প্রসবে সেবা দিয়ে আসছে, তারই স্বীকৃতি দিতে আশির দশক থেকে তারা দিবসের দাবি জানিয়ে আসছিল। ১৯৯২ সালের ৫ মে আন্তর্জাতিক ভাবে ধাত্রী দিবস স্বীকৃতি পায়। দিবসটি উপলক্ষে আজ ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।