২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

আজ কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিলনমেলা

প্রেস বিজ্ঞপ্তি: ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আয়োজন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। এই উপলক্ষ্যে এক বিরাট মিলনমেলা আজ অনুষ্ঠিত হচ্ছে। বেলা ২টা থেকে কক্সবাজার শহীদ দৌলত ময়দানের অনুষ্ঠিতব্য এই মিলনমেলায় ২০ হাজার নেতাকর্মী সমবেত হবে। জেলা ছাত্রলীগ সূত্রে এই তথ্য জানা গেছে।

জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন জানান, বেলা ২টায় কক্সবাজার রুমালিয়ারছড়া পিটিস্কুল এলাকা থেকে বিশাল র‌্যালী দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। নানা সাজে সাজানো এই বিশাল র‌্যালী কক্সবাজার শহর প্রদিক্ষণ করে শহীদ দৌলত ময়দানে মূল অনুষ্ঠানে যোগ দেবে। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিটি কমিটি নেতাকর্মীরা শোডাউন সহকারে র‌্যালীতে যোগ দেবেন। র‌্যালী শেষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরী, উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজার স দর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। এছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থাকবেন।

সার্বিক প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপন করবো। এতে জেলার বিভিন্ন ইউনিট কমিটির ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন। আমরা এই অনুষ্ঠানকে স্মরণীয় রাখার মতো করে উদযাপন করবো।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।