১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

আজ জেলার ঐতিহ্যবাহী বাহারছড়া নবজাগরণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন

shomoy

কক্সবাজার জেলা তথা দক্ষিণ চট্টগ্রামে অন্যতম স্বনামখ্যাত জনকল্যানমুখী সংগঠন ঐতিহ্যবাহী বাহারছড়া নবজাগরণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সকাল ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত সমিতির পিটিআই সড়কস্থ নিজস্ব ভবনে ভোট গ্রহণ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার হচ্ছে ৯৯জন। কক্সবাজার জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোঃ নুরুল ইসলাম ও মোহাম্মদ নুরুল হক।
নির্বাচনে সরাসরি দুইটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে কার্যকরী পরিষদের ১৫টি পদে। তবে মোঃ নুরুল হক-আবদুল মাবুদ রাজন পরিষদের কোষাধ্যক্ষ পদপ্রার্থী আমির হোসেন বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
মোঃ নুরুল হক ও আবদুল মাবুদ রাজন প্যানেল থেকে বিভিন্ন পদে প্রতিদ্ধন্ধিতাকারী প্রার্থীরা হলেন সভাপতি- মোঃ নুরুল হক, জ্যৈষ্ঠ সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি আবু শামা আবু, সাধারণ সম্পাদক-আবদুল মাবুদ রাজন, যুগ্ন সাধারণ সম্পাদক – জয়নাল আবেদীন, সমাজ কল্যান সম্পাদক- মনসুর আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-ফাতেমা বেগম পুতুল, ক্রীড়া সম্পাদক-নুরুল আবছার, মৎস্য ও কৃষি সম্পাদক- শামসুল আলম, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক – মোহম্মদ ওসমান গনী, প্রচার ও দপ্তর সম্পাদক- আবদুল সবুর, কার্যকরী সদস্য-মুহাম্মদ আলী জিন্নাত, আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী ও মোহাম্মদ আলী (মিস্ত্রী)। জাফর আলম-কেরামত আলী প্যানেলে প্রতিদ্ধন্ধিতাকারীরা হলেন জাফর আলম, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ রফিক, কেরামত আলী, জয়নাল আবেদীন, নুরুল কবির, অজিজুল হক, নুর আহমদ, মোহাম্মদ সেলিম, জামাল হোসেন, নুরুল হাসান রুবেল, আলতাফ হোসেন, আমির হামজা, জসীম উদ্দিন কাজল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।