২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

আজ শুরু এসএসসি, আসনে ৩০ মিনিট আগেই

কক্সবাজার সময় ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সূচি অনুয়ায়ী লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী।

এবারই প্রথম দেশের সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালে কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। এদিকে, পরীক্ষা শুরুর ৭ দিন আগেই কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।’

স্থায়ীভাবে কোচিং বন্ধের বিষয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা আগেও বলেছি, আইন তৈরি হলে কোচিং সেন্টার স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা নেবো। আইন না থাকার কারণে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যায় না। তবে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তাই আইন চূড়ান্ত করা হচ্ছে। আইন হলে স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের ব্যবস্থা নেবো।’

পরীক্ষার প্রথমদিন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে যাবেন নুরুল ইসলাম নাহিদ।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন, ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।