২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আজও বৃষ্টি, তবে মাত্রা কমবে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে গতকাল যেভাবে দিনভর কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে, আজ সে ধারা কিছুটা কমবে।

একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃষ্টিপাত মঙ্গলবার অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে। বুধবারের দিকে অবস্থার উন্নতি হতে পারে। বর্ষাকাল যেহেতু চলে এসেছে, তাই এক বেলা বন্ধ হয়ে আবার বৃষ্টিপাত শুরু হবে। সোমবার দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে আজও ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়  ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১১৭ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ৯৩ মিলিমিটার, চট্টগ্রামে ৮২ মিলিমিটার ও ফেনীতে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।