বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে গতকাল যেভাবে দিনভর কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে, আজ সে ধারা কিছুটা কমবে।
একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
আবহাওয়া কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃষ্টিপাত মঙ্গলবার অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে। বুধবারের দিকে অবস্থার উন্নতি হতে পারে। বর্ষাকাল যেহেতু চলে এসেছে, তাই এক বেলা বন্ধ হয়ে আবার বৃষ্টিপাত শুরু হবে। সোমবার দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে আজও ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১১৭ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুরে ৯৩ মিলিমিটার, চট্টগ্রামে ৮২ মিলিমিটার ও ফেনীতে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।