২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে -উপজেলা চেয়ারম্যান

আজকের কোমলমতি শিশুই হবে আগামী দিনের ভবিষ্যত

চকরিয়ায় পিইসি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ফাসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ নভেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

বিদ্যালয় এসএমসি কমিটির সভাপতি আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা.ফেরদৌসী আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সাইফুল ইসলাম। সহকারি শিক্ষক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহাবুব আলম, মেম্বার এজাহার হোসেন, ব্রাকের কর্মকতা মেহেদী হাসান, নাছির উদ্দিন, রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহাদাত হোসেন রাসেল, শিক্ষক হাবিবুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার। উপস্থিত ছিলেন শিক্ষক রফিক উদ্দিন, রত্ম প্রভা রুদ্র, সেলিনা বেগম, নুর নাহার, উম্মে কুলছুম, হাসিনা জেসমিন, মোবারেকা মোশারেফা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যত। তাঁরা হবেন স্বনির্ভর দেশ গঠনের অন্যতম কারিগর। সুশিক্ষার মাধ্যমে তাঁরা একদিন রাষ্ট্রের প্রতিটি সেক্টরে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করবে। সমাজ বদলের সফল সেবক হবে। তাই শিশুদের অবহেলা করা চলবেনা। তাদেরকে সুশিক্ষার মাধ্যমে আর্দশবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদেরকে সেইভাবে তৈরী করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। বর্তমান সরকার শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করছে। কারণ সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষতার অভিশাপ মুক্ত করবে। সেইলক্ষেই সরকার শিক্ষা খাতের উন্নয়নে সম্ভব সব ধরণের কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিদায়ী পিইসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।