২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের উজ্জল নক্ষত্রঃ মহি উদ্দিন মাহী

 


ইয়াং এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১০ জানুয়ারী চট্টগ্রামের একটি ক্লাবে বিশিষ্ট লেখক ও গবেষক,সুফি ফতেহ আলী ওয়াইসী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও মুহাম্মদ নওশাদ হোসেনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মরক্কো ইন্টারন্যাশাল ইউনিভাসিটি অব আগাধীর ডাইরেক্টর ও সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহী বলেন,সুশিক্ষায় জাতির মেরুদন্ড। নৈতিক শিক্ষাই ব্যক্তিগত ও সামাজিক মানোন্নয়নের প্রধান সহায়ক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ শাহজাহান, সিটি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনওয়ারুল করিম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছিদ্দিক, তারেক আজিজ চৌধুরী, মুছা কলিমুল্লাহ, মিনহাজুল ইসলাম, রকিবুল ইসলাম সায়েম, জিহানুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মাহী বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজসেবা এবং জনকল্যাণ মূলক কাজে নিবেদিত হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ শাহজাহান বলেন, নৈতিক শিক্ষাই হলো উন্নত চরিত্র গঠনের হাতিয়ার, অধ্যাপক মুহাম্মদ আনোয়ারুল করিম বলেন, আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, যুব সমাজকে প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে এবং খারাপ দিকগুলো বর্জন করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।