২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আজিজনগরে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে জেল ফেরত ইয়াবা ব্যবসায়ী!


চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং আজিজনগর এলাকায় সংবাদ প্রকাশের জেরে জসিম উদ্দিন (৩২) নামের এক সাংবাদিকের ওপর হামলা করেছে জেল ফেরত আসামি অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী ও তার ভাড়াটে লোকজন। মারধরে ওই সাংবাদিক গুরুতর আহত হয়েছে। ঘটনার সময় টেলিভিশনের ক্যামরা ও সরঞ্জাম ভাংচুর করা হয়েছে। গত সোমবার রাত সাতটার দিকে আজিজনগর স্টেশনের নুর আয়েশার টেক এলাকায় ঘটেছে এ হামলা ঘটনা।
হামলার শিকার সাংবাদিক জসিম উদ্দিন বিজয় টেলিভিশনের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে আহত ওই সাংবাদিক স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ও মামলার আসামি ওসমান গনী নামের একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত ওসমান চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
হামলার শিকার সাংবাদিক জসিম উদ্দিন বলেন, কিছুদিন আগে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া গ্রামের কলিম উল্লাহ নামের একজনকে পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করেন। পুলিশের বরাত দিয়ে বিজয় টেলিভিশনে খবরটি প্রকাশ করেন তিনি। এ ঘটনার পর গ্রেফতার হওয়া কলিম উল্লাহ ক্ষিপ্ত হয়ে উঠে। সম্প্রতি সময়ে জামিনে মুক্ত হন ইয়াবাসহ আটক কলিম উল্লাহ।
আহত সাংবাদিক জসিম উদ্দিন অভিযোগ করেছেন, জেল থেকে বাড়ি ফেরার পর সংবাদ প্রকাশের জের ধরে গত ২৭ মার্চ কলিম উল্লাহ সহযোগি স্থানীয় ইব্রাহিমের ছেলে জিয়াবুলসহ ভাড়াটে লোক নিয়ে হামলা করে তার উপর। এসময় তাকে মারধর করে টেলিভিশনের ক্যামরা ও সরঞ্জাম ভাংচুর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।