২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আবারও রিয়াল ছাড়ার হুমকি রোনালদোর

বার্সেলোনা ছেড়ে নেইমার পিএসজিতে যোগ দেয়ার পর কী বড় ধাক্কা লেগে গেলো স্প্যানিশ ক্লাব ফুটবলে! রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কর ফাঁকি মামলার জের ধরে আগেই একবার হুমকি দিয়েছিলেন, ক্লাব ছেড়ে যাবেন তিনি। এবার আবারও সেই হুমকি রোনালদোর। যেনতেন ভাবে নয়, সরাসরিই বলে দিলেন, ইংল্যান্ডে ফিরে যেতে চান।

আগে একবার ঘোষণা দিলেও মাঝে রোনালদো এ নিয়ে চুপ-চাপ থাকায় সবাই ধরে নিয়েছিল, হয়তো তার রাগ কমে গেছে। রিয়ালের জার্সি গায়েই আবার মাঠ মাতাবেন তিনি; কিন্তু তার মনে যে এখনও রিয়াল ছাড়ার চিন্তা কাজ করছে সেটা আবারও জানা গেলো। গত সোমবার আদালতে দাঁড়িয়েই রোনালদো জানিয়ে দিলেন, ‘ইংল্যান্ডে থাকতে তো এ ধরনের কোনো (কর ফাঁকি মামলা) সমস্যায় পড়িনি আমি। সেখানে আসলে এমন কোনো সমস্যাই নেই। সুতরাং, আমি আবার ইংল্যান্ডেই ফিরে যেতে চাই।’

স্পেনে প্রায় ১৫ মিলিয়ন ইউরোর কর ফাঁকি মামলায় অভিযুক্ত হন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তিনি বার বার বলে আসছিলেন, এমন অভিযোগ মিথ্যা। তিনি কোনো কর ফাঁকি দেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

গত সোমবার (৩১ জুলাই) মাদ্রিদে কর ফাঁকির মামলায় আদালতে হাজিরা দিতে যান রোনালদো। সেখানে ৯০ মিনিট শুনানি করেন তিনি জর্জ মনিকা গোমেজ ফেরারের সামনে। তখনই নাকি জর্জকে তিনি বলেছিলেন, ‘আমি কখনোই ইংল্যান্ডে এ সম্পর্কিত কোনো সমস্যায় পড়িনি। সুতরাং, আমি আবার ইংল্যান্ডেই ফিরে যেতে চাই। সেখানে আমাকে আর সমস্যায় পড়তে হবে না।’

স্প্যানিশ রেডিও ক্যাডেনা সার বিচারপতির সামনে দেয়া রোনালদোর এই বক্তব্য ফাঁস করেন। ৩২ বছর বয়সী এই ফুটবলার একই সঙ্গে ইংল্যান্ড এবং স্পেনে ট্যাক্স সিস্টে ভিন্ন পরিস্থিতির কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমি যখন ইংল্যান্ডে প্রথম আসি, মনে আছে তারা আমাকে বলেছিল, এটা (ট্যাক্স) নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। ১৮ বছর বয়সে যখন ম্যানচেস্টারে আমি আসি, তারা আমাকে বলেছিল এটা (আয়কর) এখানে সবচেয়ে সুন্দরভাবে ম্যানেজ করা হয়। অন্য ফুটবলারদের জন্য যেটা সেটা আমার জন্যও হবে।’

স্পেনে পদে পদে ট্যাক দিতে হয়, টাকা খরচ করেতে হয় জানিয়ে রোনালদো বলেন, ‘অথচ স্পেনে দেখি তার উল্টো। এখানে সিস্টেম হচ্ছে, সমস্যা এড়াতে যত পার তত টাকা দাও।’

তখনই নিজেকে নির্দোষ দাবি করে রোনালদো বলেন, ‘আমি যখনই যেখানে গিয়েছি, তখনই নিয়ম অনুযায়ী টাকা দিয়েছি। কারণ, সত্য সব সময়ই সবাই জানবে। সুতরাং, এ বিষয়ে আমি নিজেকে পরিশুদ্ধ রাখতে সব সময়ই নজর দিয়েছি।’

জবানবন্দি দেয়ার সময় রোনালদো জানান, যে সব ক্ষেত্রে কর ফাঁকি হিসেবে ধরা হয়েছে তার অনেকগুলো বিষয় সম্পর্কে তিনি জানতেনই না। তবে জানালেন, বিষয়গুলো সম্পর্কে তিনি এবার নতুন করে জানলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।