২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

আবুল কাসেম এডভোকেট’র মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোকসভা

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য মরহুম মোহাম্মদ আবুল কাসেম (১) এডভোকেট (নোটারী পাবলিক) মৃত্যুতে শোক সভা ২৮ সেপ্টেম্বর ২০১৭ইং বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় সমিতির মিলনায়তনে আরম্ভ হয়। শোক সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির মসজিদের ইমাম মাওলানা নুরুল হক। উক্ত শোক সভা পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।

উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন ক্রমানুসারে সর্বজনাব এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট মাহবুবুল আলম টিপু, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট এ.টি.এম শেফাউল হক, এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, এডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, এডভোকেট মোঃ হাবিবুর রহমান (স্পেশাল পিপি), এডভোকেট আহমদ কবির, এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম (স্পেশাল পিপি), এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী এবং মরহুম মোহাম্মদ আবুল কাসেম (১) এডভোকেট এর পুত্র ও কন্যা। সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট ফরিদউদ্দিন ফারুকী।

উল্লেখ্য যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কাসেম (১) (নোটারী পাবলিক) ২৬/০৭/২০১৭ইং বুধবার রাত ১০.১০ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।