রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ অক্টোবর সকালে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের হল রুমে কমিটি গঠন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী। আমিরাবাদ ইউপি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসক বাবু বিমল কান্তি ধরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপির সুযোগ্য মেম্বার মাষ্টার মো: জাহাঙ্গীর আলম, ইউপির মহিলা মেম্বার মিসেস আরজু আক্তার, আমিরাবাদ ইউপি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের পরিদর্শক মিসেস মরজানা আক্তার, পরিদর্শিকা প্রিয়াংকা দাশ, ফারহানা আক্তার ও খালেদা বেগম। সভায় সবার সম্মতিক্রমে উক্ত কমিটিতে আমিরাবাদ ইউপির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও চিকিৎসক বাবু বিমল কান্তি ধরকে সাধারণ সম্পাদক করে ১৫জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।