শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৫জুলাই সকালে পল্লী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ সংক্রান্ত গ্রাহকদের মধ্যে দুর্নীতি প্রতিরোধকল্পে এক উদ্ভদ্ধকরণ সভা অনুষ্টিত হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) ।আমিরাবাদ ইউপির চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ বেলায়েত হোসেন, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্বা সাংবাদিক নুরুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও লোহাগাড়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক বাবু নিবাস দাশ সাগর,দৈনিক সাঙ্গু পত্রিকার বিশেষ প্রতিবেদক সাংবাদিক মামুনুর রশিদ মামুন,এশিয়ান টিভি ও সি প্লাস টিভির সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক আবদুল আউয়াল জনি।সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লোহাগাড়া জোনাল অফিসের এজিএম মাহবুবুর রহমান,সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজী,সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক কামরুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়ার ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল ইসলাম,আমিরাবাদ ইউপির সেক্রেটারি বাবু নিউটন চক্রবর্তী,উপস্হিত ছিলেন ইউপি সদস্যরা যথাক্রমে এসএম ইউনুছ,আতাউর রহমান চৌধুরী বাবুল,মোহাম্মদ ইউসুফ,মাষ্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,মোহাম্মদ আইয়ুব,বাবৃ মৃণাল কান্তি মিলন মেম্বার,মাওলানা আজিজুল হক,মহিলা মেম্বার রেহেনা আক্তার,আরজু আক্তারসহ আরো অনেকেই। সভায় প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) বলেন,সন্ত্রাস,মাদক ও দুর্নীতিবাজদের কাউকে ছাড় দেওয়া হবেনা।পল্লী বিদ্যুৎ এর দালালদের চিহ্নিত করে থানা পুলিশকে খবর দিন।তাৎক্ষণিকভাবে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে। দুর্নীতি, চুরি,ডাকাত সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দূর্নীতি প্রতিরোধকল্পে জনসাধারনকে দালাল বিহীন সরাসরি পল্লী বিদুৎ অফিসে যোগাযোগ করুন। যে সকল গ্রাহকের বাড়ী ১৩০ মিটারের মধ্যে রয়েছে ঐ গ্রাহকেরা মিটারের জন্য আবেদন করলে শীঘ্রই অফিস হতে মিটার প্রদানের ব্যবস্হা করা হবে। আর যে সকল গ্রাহক বাড়ী থেকে ১৩০ মিটারের বাহিরে তাহাদেরকে বিনা খরচে পল্লী বিদুৎতের লাইন নির্মান করে শীগ্রই মিটার প্রদান করা হবে বলেও তিনি জানান। মিটার সংযোগের জন্য কোন রকম দালালের শরণাপন্ন না হওয়ার জন্য ডিজিএম মহোদয় জনসাধানকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।