চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার আমিরাবাদ ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নে অসহায়,হত দরিদ্র পরিবারের কল্যাণে কাজ করছেন ভিশন- ১০১ উন্নয়ন প্রকল্প। ২০১০ সালের ১লা জানুয়ারী আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়া গ্রামে এই উন্নয়ন প্রকল্পটির অগ্রযাত্রা শুরু করা হয়েছে। এলাকার অসহায় ও হত দরিদ্র মানুষের কল্যাণের কথা চিন্তা করে এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুখছড়ি মৌলভী পাড়া গ্রামের কৃতি সন্তান আমিরাবাদ ইউপির ২ নং প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য এস এম ইউনুছ প্রকল্পটি প্রতিষ্টা করেন। সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি হিসেবে ২০১০ সাল হতে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রকল্পটির সদস্য সংখ্যা ৩শ জন। ইতিমধ্যে ভিশন- ১০১ প্রকল্পের আওয়তায় অসহায় ২ জন ব্যক্তিকে ২ টি অটো রিক্সা ( সিএনজি) ক্রয় করে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তারা সংগঠনের অফিসের জন্য মাত্র ১শ টাকা করে দৈনিক তাদের কাছ থেকে আদায় করেন। ২ অসহায় ব্যক্তিরা হল যথাক্রমে মোবারক আলী মাষ্টার পাড়ার কালু ড্রাইভারের পুত্র নুরুন্নবী ও সুখছড়ি দৌলতি পাড়ার ইসলাম মিয়ার পুত্র আবুল বশর। সংগঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এস এম ইউনুছ। এসএম ইউনুছ লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধী প্রতিরোধ ফোরামের আমিরাবাদ ইউনিয়ন শাখার সভাপতি, ইউপির ২ নং প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ইউপি সদস্যের দায়িত্বের পাশাপাশি আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করছেন।ভিশন- ১০১ উন্নয়ন প্রকল্প এলাকার অসহায় মহিলাদের বিয়ে দেওয়ার সময় ও হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন ধরণের আর্থিকভাবে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন । অসহায় নুরুন্নবীর কাছে জানতে চাইলে তিনি উক্ত প্রতিনিধিকে জানান, ভিশন- ১০১ উন্নয়ন প্রকল্পের প্রতিষ্টাতা সভাপতি এস এম ইউনুছের আন্তরিক প্রচেষ্টায় আমাকে সিএনজি দিয়ে আমার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্হা করে দিয়েছি। তিনি ভিশন- ১০১ এর প্রতিষ্টাতা সভাপতি এস এম ইউনুছ, সেক্রেটারীসহ সকল সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যাপারে আমিরাবাদ ইউপির ২ নং প্যানেল চেয়ারম্যান, ৭ নং ওয়ার্ড মেম্বার, সামাজিক ব্যাধী প্রতিরোধ ফোরামের আমিরাবাদ শাখার সভাপতি ও আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ইউনুছ উক্ত প্রতিবেদককে বলেন, মানুষের পাশে থেকে হত দরিদ্র ও অসহায় পরিবারের কল্যাণের জন্য কাজ করতে পারলে নিজেকে খুব বেশী গর্বিত মনে হয়। যতদিন বেঁচে থাকব ততদিন এলাকার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাব ইনশাল্লাহ। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।