২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

আলী আহমদকে বদির পক্ষে কাজ শুরুর নির্দেশ দিলেন শামীম

সংবাদ বিজ্ঞপ্তিঃ আগামী জাতিয় সংসদ নির্বাচনে উখিয়া – টেকনাফ আসনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদকে নৌকার জন্য প্রচার প্রচারনা শুরুর নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। আগামী সংসদ নির্বাচনে উখিয়া – টেকনাফ আসনে বর্তমান সংসদ আবদুর রহমান বদির মনোনয়ন নিশ্চিত  জানিয়ে এনামুল হক শামীম বলেন, আলী আহম্মদকে ছাত্রলীগ – যুবলীগকে নিয়ে এখন থেকেই উখিয়া-টেকনাফ আসনে আবদুর রহমান বদিকে জয় করার জন্য প্রচার প্রচারনা শুরু করতে। নিজেদের মধ্যে মনোমালিন্য ভূলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সবাইকে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করতে হবে বলে জানান এনামূল হক শামীম।

আজ রোববার কক্সবাজারে একটি উদ্বোধনী অনু্ষ্ঠান শেষে উখিয়া- টেকনাফের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের সাথে আলাপ কালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদকে এই নির্দেশনা দেন।

এই সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ সংসদ সদস্য বদির বিরুদ্ধে বিভিন্ন কারনে অভিমান থাকার কথা কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে জানান। এনামুল হক শামিম তাৎক্ষনিক ঐ স্থানে উপন্থিত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ডেকে আলী আহমদের অভিমানের কথা জানান। এমপি বদি ছাত্রলীগ নেতা আলী আহম্মদকে কাছে টেনেন নিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতিককে জয়ী করতে একসাথে কাজ করার কথা জানান।

বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উখিয়ার ফালংখালী ইউনিয়নের মনোনয় চেয়ে ব্যর্থ হন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ। এর পেছনে সংসদ সদস্য বদির কলকাঠি নেড়েছে অভিযোগ এনে এমপি বিরোধী অবস্থান নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।