২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

আ’লীগ নেতা সাইফুদ্দিনের খুনি আশরাফুল পুলিশ হেফাজতে, মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের আবাসিক হোটেল কক্ষে হাত বেঁধে ছুরিকাঘাত করে আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিনকে হত্যাকারি সেই সাদা পাঞ্জাবি পরিহিত এবং মুখে মাস্ক দেয়া  যুবক আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের চৌকস টিম  হোয়াইক্ষ্যং এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল)  মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে অন্য স্থান থেকে  সাইফুদ্দিনের মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের  ইসলামপুর, দক্ষিণ পাহাড়তলি এলাকার মো. হাশেস প্রকাশ কাসেম মাঝির ছেলে।
গত রবিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সাদা পাঞ্জাবি পরিহিত এবং মুখে মাস্ক দেয়া এক যুবককে সাথে নিয়ে এই সাইফুদ্দিন হলিডে মোড়ের একটি হোটেলে যান। যে যুবককে রাত ৮ টা ১০ মিনিটের পর ওই কক্ষ ত্যাগ করে একাই চলে গেছেন। হোটেলটির সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই দৃশ্যের যুবককে শনাক্ত করে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। হত্যার ঘটনা নিয়ে  দিনভর নিহত সাইফুদ্দিনের কথিত শ্যালক নয়নকে নিয়ে  আলোচনা চলছেও সন্ধ্যার পর থেকে নতুন আলোচনায় আসছে  কক্সবাজার শহরের  ইসলামপুর, দক্ষিণ পাহাড়তলি এলাকার আশরাফুল ইসলামের নাম। অনেকের দাবি, সিসিটিভি ফুটেজে ধরা  যুবকটি আশরাফুল। সে পাহাড়তলী এলাকার ওয়ামী একাডেমীর ছাত্র। স্থানীয় ও গনমাধ্যমে উঠে আসা সেই আশরাফুলকে ধরতে জেলা পুলিশ বিশেষ টিম মাঠে নামে। মঙ্গলবার রাতেই  অবশেষে পুলিশ তাকে  গ্রেফতার করেন।
এদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ওই ভিডিও ফুটেজে রোববার মাগরিবের নামাজের পর সাইফুদ্দিনকে খুন করার বিষয়ে তাকে স্বীকারোক্তি দিতে শোনা যায়।
নিহত সাইফুদ্দিন (৪৫) কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ছেলে।
তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা ছাত্রলীগসহ নানা ইউনিটের সাবেক ছাত্রনেতা ছিলেন। বর্তমানে প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।