বিশেষ প্রতিবেদক:
দেশপ্রেম ও সাধারণ মানুষের আস্থাই প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মের মূলমন্ত্র উল্লেখ করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এভন উন্নয়নের মহাসড়কে চলছে। পদ্মা সেতুসহ আজ দৃশ্যমান সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো। যা দেখে বিশ্ব নেতৃত্বও প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। উন্নয়নের ধারা অব্যাহত ও ভিশন পূরণ করতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
সোমবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
সেতুমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি-জামায়াত। তারা নানাভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। করছে অপপ্রচার। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না। তাই নিজেদের সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আবারো ক্ষমতায় আনতে হবে।
মন্ত্রী বলেন, যে দলের প্রধান দুই কোটি টাকার লোভ সামলাতে পারে না, তার হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়।
খালেদা জিয়ার রায়ে আওয়ামীলীগের কোন হাত নেই দাবি করে ওবায়দুর কাদের বলেন, এটি নিতান্তই বিচারিক প্রক্রিয়া। যেহেতু আইন সবার জন্য সমান তাই আদালতের রায় মেনে নিয়ে এগিয়ে যেতে হবে বিএনপিকে। না হলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন তারা।
জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সায়মুম সরওয়ার কমল, উখিয়া টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি, মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আমজাদ হোসেন ও রেজাউল করিম প্রমুখ। সভায় জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেকা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
এর আগে উখিয়া কোর্ট বাজার স্টেশনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে সেতুমন্ত্রী বলেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফে) আসনে বর্তমান সাংসদ আবদুর রহমান বদির কোনো বিকল্প নেই। বদি গরীবের বন্ধু তাই আগামী নির্বাচনে বদিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। উখিয়া টেকনাফের উন্নয়নের জন্য বদি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া-টেকনাফের স্থানীয় জনগণের জন্য বদির দাবির পরিপ্রেক্ষিতে নানা সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে।
দুপুরের পর তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শণ শেষে উখিয়ার কোটবাজারে এ পথসভায় আসেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।