কায়সার হামিদ মানিক,উখিয়া :
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত কারন্ট জালের মূল্যে ৫ লক্ষাধিক টাকা।জব্দকৃত কারেন্ট জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার বিকালে এ অভিযান চালানো হয়। সরকারি দেওয়া নির্দেশনা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়া কয়েকটি নৌকা বোট কে ধাওয়া করে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। জানা যায় ইলিশ মৌসুমে সাগরে সরকার ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখার ঘোষণা দিলেও কিছু লোভী জেলেরা সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে সাগরে মাছ ধরতে যায়। পারে খবর পেয়ে ইনানী কোস্টগার্ড ফাঁড়ির সদস্যরা কয়েকটি নৌকাকে ধাওয়া করে আটক করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।