২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

ইমার্জিং এশিয়া কাপ: নেপালকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

 


নাসির হোসেনের সেঞ্চুরি আর অধিনায়ক মুমিনুল হকের অসাধারণ ব্যাটিংয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের করা ২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পেসার সাইফুদ্দিনের তোপের মুখে পড়ে নেপাল। দ্বিতীয় ওভারেই জ্ঞানেন্দ্র মাল্লাকে ফিরিয়ে দেন কোনো রান করার আগেই। ৬ষ্ঠ ওভারে সুনিল ধামালা ফিরে যান মাত্র ১ রান করে।

এরপর আসিফ শেখ ব্যাট করতে নেমে চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ১৫ বলে ১২ রান করে আউট হয়ে যান তিনি। তবে চতুর্থ উইকেট জুটিতে দিলিপ নাথ আর দিপেন্দ্র সুনিল আইরির ব্যাটে ঘুরে দাঁড়ায় নেপাল। এ দু’জন মিলে ৯৮ রানের জুটি গড়ে তোলেন। ৩ উইকেটে ১৬ রান থেকে ১১৪ রানে নিয়ে যান এ দু’জন। এ সময় নেপালিদের ওপর আঘাত হানতে সক্ষম হন বাহাতি রাহাতুল ফেরদৌস। ৬২ বলে ৪১ রান করে ফিরে যান দিলিপ নাথ। ৮৫ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন সুনিল আইরি। টেল এন্ডারে বিনোদ বান্দারি ২৩ বলে করেন ৩৩ রান। বাকিরা কেউ খুব একটা দাঁড়াতে পারেনি।

৪৫ রানে ৪ উইকেট নেন রাহাতুল ফেরদৌস। সাইফ উদ্দিন নেন ৩ উইকেট। আরেক পেসার আবুল হাসান রাজু নেন ২টি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাসির হোসেনের ১০৯ রানের দুর্দান্ত ইনিংস এবং অধিনায়ক মুমিনুলের ৬১ রানের অসাধারণ ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।

এই জয়ের পর বাংলাদেশের পয়েন্ট ৪। একই গ্রুপে থাকা পাকিস্তানের পয়েন্টও ৪। তবে রান রেটের ব্যবধানে শীর্ষে রয়েছে বাংলাদেশই। আগামী ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখী হবে বাংলাদেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।