২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ইসরাইলি হুমকির উপযুক্ত জবাব দেয়া হবে : লেবাননের প্রেসিডেন্ট

ইসরাইলের সামরিক হামলার হুমকি উড়িয়ে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য কোনো রকমের চেষ্টা চালালে তার উপযুক্ত জবাব পাবে ইসরাইল।

প্রেসিডেন্ট আউনের কার্যালয় থেকে শনিবার দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে। জাতিসঙ্ঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের এক চিঠির জবাবে মিশেল আউন এসব কথা বলেছেন। একইসাথে তার দেশের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসী উদ্দেশ্য সম্পর্কে সজাগ থাকার জন্য প্রেসিডেন্ট আউন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

চিঠিতে ড্যানন দক্ষিণ লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের হুমকি দিয়েছেন। তবে ড্যাননের পুরো বক্তব্য কী ছিল প্রেসিডেন্ট আউনের বিবৃতিতে তা বিস্তারিত বলা হয়নি। ড্যানন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে ওই চিঠি দিয়েছেন।

প্রেসিডেন্ট আউন তার বিবৃতিতে বলেছেন, ইসরাইল এখনো লেবাননের শেবা কৃষি ফার্মসহ বেশ কিছু এলাকা দখল করে রেখেছে এবং জাতিসঙ্ঘ নির্ধারিত ব্লু লাইন অমান্য করছে। এছাড়া, নিয়মিতভাবে সমুদ্র ও আকাশসীমা লঙ্ঘন করছে। কিন্তু লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর যুগ পার হয়ে গেছে বলে সতর্ক করেন প্রেসিডেন্ট মিশেল আউন। এর আগে, গত বৃহস্পতিবার হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইসরাইলকে দিমোনা পরমাণু স্থাপনা বন্ধ করার হুমকি দিয়েছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আউন বলেছেন, ইসরাইলের হুমকি মোকাবেলার জন্য লেবাননের সেনাদের সহায়তা করতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে অবশ্যই অস্ত্র-সজ্জিত করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।