২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ইসলামপুরকে শিল্প এলাকা ঘোষণার দাবী উঠেছে

কক্সবাজার সদর উপজেলার শিল্প এলাকা ইসলামপুরের লবণ শিল্পকে অর্থনৈতিক জোন ঘোষণার দাবী উঠেছে। সরকার ইতিমধ্যে যেসব এলাকাকে অর্থনৈতিক জোন হিসেবে চিহ্নিত করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তন্মধ্যে বৃহৎ লবণ শিল্প ইসলামপুরে দীর্ঘদিন ধরে বেসরকারী উদ্যোগে গড়ে উঠেছে ৬৭টি লবণ মিল। এর মধ্যে সচল রয়েছে ৪৫ টি। লবণের ভরা মৌসুমে ইসলামপুরে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। কক্সবাজার লবণ শ্রমিক ইউনিয়ন ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আনোয়ার শাহাদত খোকনের কাছে জানতে চাইলে তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও ইসলামপুর লবণ শিল্পাঞ্চলকে অর্থনৈতিক জোন ঘোষণার দাবী জানান। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর জানান, ইসলামপুর শিল্প এলাকায় ৬৭টি লবণ মিলের মধ্যে বর্তমানে ৪৫টির মত সচল রয়েছে। শ্রমিক সংখ্যা ৫ হাজারেরও বেশি। এত বিশাল শিল্প এলাকাকে অতি দ্রুত অর্থনৈতিক জোনসহ শিল্পাঞ্চল ঘোষণার জোর দাবী জানান তিনি।

সচেতন মহলের মতে, ইসলামপুর শিল্প এলাকার লবণ উৎপাদন সারা দেশে চাহিদা পূরণ করে। তবে সবদিক বিবেচনা করে সরকার যদি এ বৃহত্তর শিল্প এলাকাকে শিল্পাঞ্চল ঘোষণা করে এলাকার লবণ চাষীসহ সংশ্লিষ্টরা লাভবান হবে। পাশাপাশি বাড়বে বিনিয়োগ ও পরিকল্পিত নগরায়ন। এ শিল্পাঞ্চল দেশের একমাত্র লবণ উৎপাদনকারী, ব্যবসায়ী ও মিল মালিকদের খরচ হ্রাস পাবে। এর গুরুত্ব বিবেচনায় এ শিল্প এলাকাকে মডেল শিল্পাঞ্চলে পরিণত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন।
এদিকে ১১ এপ্রিল ইসলামপুর বাজারে কক্সবাজার লবণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার শাহাদত খোকনের সভাপতিত্বে লবণ শ্রমিক ইউনিয়নের বিশাল শ্রমিক সমাবেশের ডাক দেয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল, সংবর্ধিত অতিথি হিসেবে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। প্রধান বক্তা সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট একরামুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুল কাদের, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান মনজুর আলম, কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ, ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান উপস্থিত হবেন বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।