২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

ঈদ বাজারে যানজট নিরসনে ‘মাঠে নেমেছে প্রশিক্ষিত ২৫ যুবক!

coxs pic,1, 3
কক্সবাজার শহরে অপরাধ ও যানজট নিরসনের লক্ষে মাঠে নেমেছে প্রশিক্ষিত ২৫ যুবক। গতকাল মঙ্গলবার এই উপলক্ষে কক্সবাজার পৌরসভায় এক সভা অনুষ্টিত হয়। জেলা পুলিশ শ্যামল কুমার নাথ নিযুক্ত প্রশিক্ষিত ২৫ কমিউনিটি পুলিশ সদস্যদের গঠন মূলক নানা নির্দেশনা দেন।
এই সময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, নিযুক্ত ২৫ কমিউনিটি সদস্যরা ঈদ বাজারে যানজট নিরসনের পাশাপাশি ঈদ উপলক্ষ্যে মৌসমুী অপরাধীদের প্রতিরোধে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত থাকবে। তিনি বলেন, ‘সবাই নিশ্চিতে বাজার করবেন। তবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার মুখোমুখী হলেই পুলিশকে অবহিত করবেন। সাথে সাথে পুলিশ এ্যাকশানে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবু সালাম চৌধুরী. কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, ট্রাফিক পুলিশের (টিআই) আব্দুর রউফ, সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন চৌধুরী, ট্রাফিক পুলিশের দায়িত্বরত সার্জেন্ট জাকির হোসাইন, সার্জেন্ট আদেল প্রমুখ।
জেলা ট্রাফিক পুলিশের (টিআই) আব্দুর রউফ জানান, ট্রাফিক পুলিশ ও কক্সবাজার পৌরসভার যৌথ উদ্দ্যোগে এসব পুলিশ নিয়োগ দেয়া হয়। ওই ২৫ যুবককে প্রশিক্ষন দেয়া হয়েছে। তাদেরকে ট্রাফিকের দায়িত্বরতা তদারকি করবেন বলে তিনি দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।