২৩ এপ্রিল, ২০২৫ | ১০ বৈশাখ, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঈদগাঁও উপজেলা ও ঈদগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তিঃ

১০ মে নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা ফার্নিচার মার্কেট ও ১১ মে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান ঘর পরিদর্শন করেন কক্সবাজার সংসদীয় আসন ০৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) এর নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের পূনর্বাসনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

পরে ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকান মালিকের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা নজিবুল ইসলামের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় নজিবুল ইসলাম ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের উদ্যেশ্যে বলেন বাংলাদেশের সফল রাস্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি সবসময় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো।আমি আপনাদের সন্তানের মতো।একজন সন্তান হিসেবে আমি আপনাদের প্রয়োজনে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আপনারা হতাশ হবেন না।আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলে যাতে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা পায় আমি সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবো।আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।আল্লাহ আপনাদের এই কষ্ট সয্য করার তৌফিক দান করুক।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম হাজী, সাধারণ সম্পাদক কায়েস বাঙালি, ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য সেহেল জাহান সোহেল, আওয়ামী লীগ নেতা করিম সিকদার সহ আরও অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।