২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ঈদগাঁও ডিসি সড়কের ড্রেনেজ সংস্কার দাবী


কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকার চরম অবস্থার সৃষ্টি হয়েছে। যাতে করে বাজারবাসী দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছে।
জানা যায়, ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়কের পাশ ঘেষে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা থেকেও না থাকায় বাজারে আসা দূর-দূরান্তের লোকজন নানাভাবে অসুবিধায় পড়েছে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভয় আর আতঙ্ক নিয়ে প্রায়শঃ স্কুলমুখী হতে দেখা যাচ্ছে। তার পাশাপাশি ঈদগাঁও হাইস্কুল গেইটের সামনে তথা ওয়ার্ল্টন সংলগ্ন স্থানে বিগত দু’বছর পূর্বে বর্ষার পানি সুষ্ঠু ও সুন্দরভাবে চলাচলের লক্ষ্যে বহু টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করে। কিন্তু উক্ত ড্রেনটিতে বর্তমানে কতিপয় ব্যবসায়ীরা দোকান পরিষ্কারের নানা আবর্জনা ফেলে ভরপুর করে রেখেছে। যাতে করে ঐ ড্রেনটি দিয়ে বন্যা কিংবা বৃষ্টির পানি যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে। সুষ্ঠুভাবে পানি চলাচল করতে না পারায় বাজারে প্রতি বর্ষা মৌসুমে হাটু পরিমাণ পানি নিমজ্জিত থাকে। অথচ এ ড্রেনেজ ব্যবস্থা থেকেও সঠিক ব্যবস্থাপনার অভাবে এটি বর্তমানে বাজারবাসীর জন্য কাল হয়ে দাড়িয়েছে। এছাড়াও প্রায়শঃ বৃহত্তর ঈদগাঁও তথা ৬ ইউনিয়নের গ্রামগঞ্জ থেকে বাজারে আসা লোকজন কোন না কোনভাবে ছোট খাট দুর্ঘটনার শিকার হচ্ছে এ ভরাটকৃত ড্রেনে। এসব বিষয়ে দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। জনগণের চলাচলের ব্যস্ততম এ রাস্তাটির পাশে ভরাটকৃত ড্রেনে নানা ময়লা আবর্জনার ফলে দুর্গন্ধে বিষিয়ে তুলছে পথচারীদেরকে। বর্তমানে ঐ ড্রেনের কোন ইশারা চিহ্নও দেখা যাচ্ছে না। এমনকি ড্রেনের উপর বয়ে যাওয়া অধিকাংশ ভরাটকৃত ড্রেনে স্লাব বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অথচ এসব যেন দেখার কেউ নেই। এদিকে পুরো বাজারের ময়লাযুক্ত পানি ভূমি অফিসের প্রবেশমুখে গিয়ে জমা হয়ে পড়ে। সেখান থেকে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় তা পুরো রাস্তায় ছড়িয়ে পড়ে। এভাবে দিনের পর দিন ময়লা-আবর্জনাযুক্ত পানি জমে থাকার ফলে দূর্গন্ধের সৃষ্টিতে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ছে।
একাধিক যানবাহন চালকদের মতে, বাজারে সঠিক ব্যবস্থাপনার অভাবে এসব পিছপা রয়েছে। শক্ত হাতে বাজারের উন্নয়ন কর্মকান্ড করতে হলে সদিচ্ছা ও আন্তরিকতার প্রয়োজন বলে মনে করেন তারা। সারাদেশে উন্নয়ন বয়ে গেলেও জেলার ঈদগাঁও বাজারে ড্রেনেজ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ড্রেন মেরামত ও সংস্কারের জোর দাবী জানান সচেতন মহল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।