এক সপ্তাহের ব্যবধানে আনোয়ার বাহিনীর দুই সদস্য পুলিশের জালে
বিশেষ প্রতিবেদক:
ঈদগাঁও – বাইশারি সড়কের অপহরণ চক্রের বিশাল নেটওয়ার্ক ভেঙ্গে দিয়েছে আইশৃংখলা বাহিনী। এক সপ্তাহের ব্যবধানে ওই সড়কের অপহরণ বাণিজ্যের হোতা আনোয়ার বাহিনীর দুই সক্রিয় সদস্য আটকের পর আইশৃংখলা বাহিনী তাদের কাছ থেকে অপহরণ বাণিজ্যের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তাদের দেয়া তথ্য মতে ,পুলিশ অপহরণ বাণিজ্যের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।
সূত্র মতে,দীর্ঘদিন ধরে আনোয়ার বাহিনীর নেতৃত্বে ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে অপহরণ, ডাকাতি সহ রাবার বাগানে অপহরণের কর্মকান্ড চলে আসছিল। সর্বশেষ গত ৬ ফেব্রæয়ারী কক্সবাজারের ঈদগাঁও গজালিয়া এলাকা থেকে ৭০ বছরের বৃদ্ধ সৈয়দুল হককে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় বাইশারি পুলিশ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গত ৮ মার্চ আনোয়ার বাহিনীর অন্যতম সদস্য সেলিমকে গ্রেফতার করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বাইশারী ইউনিয়নের উমুচিং পাহাড় এলাকার হোসেনের ছেলে আব্দুচ সালাম (২৭)আটক করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে উমুচিং পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুচ সালাম মোঃ আনোয়ার প্রকাশ আনাইয়া বাহিনীর সক্রিয় সদস্য ও ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কে অপহরণ, ডাকাতি সহ রাবার বাগানে অপহরণের সাথে জড়িত রয়েছে মর্মে পুলিশের নিকট স্বীকার করেছে।
সর্বশেষ গত ৬ ফেব্রæয়ারী কক্সবাজারের ঈদগাঁও গজালিয়া এলাকা থেকে ৭০ বছরের বৃদ্ধ সৈয়দুল হককে অপহরণের সাথে ও জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। তাছাড়া তার স্বীকারোক্তিতে অনেক গোপন তথ্য জানা গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান। যা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।
পুলিশ কর্মকর্তা আবু মুসা জানিয়েছেন, আব্দুচ সালামকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার, অপহরণকারীদের আস্তানা সহ আরো অপহরণকারীদের ধরার জন্য গহীন পাহাড়ের সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।