২৮ এপ্রিল, ২০২৫ | ১৫ বৈশাখ, ১৪৩২ | ২৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ঈদগাঁও লাইনের বে-লাইন কারবার, গাড়ীর ভিতর বস্তার বাহার !


কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে জেলাশহরে যাত্রী বহনকারী মিনিবাস সার্ভিস “ঈদগাঁও লাইন” কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও যাত্রী হয়রানি চরম পর্যায়ে ঠেকেছে। গলাকাটা ভাড়া আদায়, থেমে থেমে যাত্রী উঠানামা করা ও যাত্রীবাহী গাড়ীতে পণ্য পরিবহনসহ এরা বিভিন্ন অনিয়ম করে আসলেও এসব যেন দেখার কেউ নেই।
২৮ জানুয়ারী (শনিবার) বিকাল ৪ টায় ঈদগাঁও থেকে কক্সবাজার আসার জন্য ঈদগাঁও লাইনে (গাড়ী নং কক্সবাজার-ছ- ১১-০০৪৬) উঠেন এক সাংবাদিক। গাড়ী ছাড়ার পর দেখা যায়, ডাইরেক্ট গাড়ী বলে যাত্রী তুললেও ছাড়ার পরপরই ইনডাইরেক্ট কারবার শুরু করে চালক-হেলপার। ঈদগাঁও গরুর বাজার ও  কালিরছড়াসহ বিভিন্ন স্টেশনে থামার পর পানিরছড়ায় এসে গাড়ী অনেক্ষন দাঁড়িয়ে থাকার পর মুরগীর বিষ্ঠাপূর্ণ ৩ টি বড় বস্তা তুলে যাত্রীসিটের মাঝে রাখে। এতে দুর্গন্ধে যাত্রীদের নাভিশ্বাস উঠার উপক্রম হয়। এরপর কক্সবাজার পৌঁছা পর্যন্ত পথিমধ্যে অন্ততঃ আরো ২০ বার দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে গাড়ির চালক-হেলপার। অবশেষে ঈদগাঁও টু কক্সবাজার ৪০ মিনিটের রাস্তা দেড় ঘন্টায় অতিক্রম করে সন্ধ্যার পরে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল পৌঁছায় গাড়িটি। ডাইরেক্ট সার্ভিসের নামে ৩০ টাকার গলাকাটা ভাড়া আদায় করে এভাবেই যাত্রী ঠকানোর মহা কারবারে নেমেছে এরা। যাত্রীরা জানান, ঈদগাঁও লাইন সার্ভিসের প্রায় সব গাড়ীই লক্কর-ঝক্কর মুড়ির টিন মার্কা। ফিটনেস সার্টিফিকেট বিহীন এসব গাড়ী বিভিন্ন সময় মাঝপথেই আটকে গিয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। একই অবস্হা উক্ত রুটে চলাচলকারী সী-লাইন সার্ভিসেরও। বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নের যাত্রীদের জিম্মি করে মানহীন সার্ভিসে গলাকাটা ব্যাবসায় নেমেছে অসাধু কতিপয় পরিবহন ব্যবসায়ী।
উপরোক্ত ব্যাপারে ঈদগাঁও লাইন সার্ভিসের পরিচালক পরিচয়দানকারী অাবু তাহের বলেন, যাত্রী কম হলে পোষায়না, তাই লোকাল করা হয়। শনিবার গাড়ীতে তোলা বস্তাগুলো চালের বস্তা বলেও দাবী করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।