অতীতের সকল গ্লানি দুর এবং সম্প্রীতির ভীত মজবুত করতে ঈদগাঁওতে স্বেচাসেবী সংগঠণ ইউনিটির উদ্যোগে ঈদগাঁওর দু’স্বনামধন্য শিক্ষা দু’প্রতিষ্ঠানের মাঝে গতকাল ৭ জানুয়ারী সকালে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ। দর্শকদের মুর্হু মুর্হু করতালি এবং কানায় কানায় দর্শকপূর্ণ বিশাল মাঠে জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীণতম বিদ্যাপীঠ এবং শক্তিশালী দল ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়কে ২ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে জয়লাভ করেছে অপর পরাশক্তি ঈদগাহ্ আদর্শ শিক্ষা নিকেতন।
ইউনিটির চেয়ারমম্যান মোঃ ইব্রাহীমের সঞ্চালনায় এবং ৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোরআন তেলওয়াত করেন মহিউদ্দিন। অনুষ্ঠান শুরুর পূর্বে দু’বিদ্যালয়ের খেলোয়াড়দের নিয়ে রিক্সা র্যালী মাঠ প্রদক্ষিণ করে। ক্রিকেট ম্যাচ উপলক্ষ্যে মাঠকে সাজানো হয় বর্ণিল সাজে। বাদ্যের তালে তালে উৎসাহিত করা হয় খেলোয়াড়দের। অতঃপর জাতীয় সংগীত পরিবেশন শেষে শুরু হয়। বহুল প্রতিক্ষীত ম্যাচ। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সুস্থ দেহ মন গড়তে আরো বেশী বেশী করে ক্রীড়া চর্চার আহবান জানান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন যথাক্রমে- ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এবং সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুল হক চৌধুরী। বক্তব্য রাখেন ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক একে এম আলমগীর, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো এবং ইউনিটির উপদেষ্টা আবু তৈয়ব চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয় দুটির শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ,ইউনিটির সদস্য যথাক্রমে- শহিদুল্লাহ সিকদার, শহিদুল্লাহ, বাবুল,নয়ন দাশ, রাশেল দাশ, সালাহ উদ্দিন, তাপসীর, নুরুল আলম, বেলাল, মোঃ ইব্রাহীম, ওকার উদ্দিন, মুন্না এবং মুজিব। ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের পক্ষে সমন্বয়কের দায়িত্ব পালন করেন শিক্ষক যথাক্রমে- আবদুল মজিদ খান ও নুরুল আমিন হেলালী। ম্যাচ আহবায়ক ও ম্যাচ কমিশনার ছিলেন যথাক্রমে- মোজাম্মেল হক ও আবুল কালাম বাবুল। খেলায় যৌথভাবে আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাছন রাজা ও হারুন এবং থার্ড অ্যাম্পায়ার ছিলেন শহিদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার কাফি আনোয়ার ও সাকলাইন মোস্তাক। খেলা শেষে অতিথিবৃন্দ বিজিত ও বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন। শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এবং ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীদের আরো বেশী উৎসাহিত করতে স্বেচ্চাসেবী সংগঠণ ইউনিটির এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বৃহত্তর ঈদগাঁও’র আপামর জনতা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।