ককসবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান আলোকিত ব্যক্তিত্ব, বৃহত্তর ঈদগাঁও’র কৃতি সন্তান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসিকে বিপুলভাবে সংবর্ধিত করেছে বৃহত্তর ঈগাঁও’র আপমর জনগণ। বৃহত্তর ঈদগাঁও’র চেয়ারম্যান মেম্বারবৃন্দের উদ্যোগে গতকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ও জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হিমুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংর্বণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব মাস্টার মোজাম্মেল হক ফরাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক পদপ্রার্থী এবং সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী। তিনি তার বক্তব্যে যে কোন প্রকার অন্যায়, সন্ত্রাস ও দূর্ণীতি বরদাশত করা হবেনা বলে সাফ জানিয়ে দেন এবং কক্সবাজারের উন্নয়নে কউক চেয়ারম্যানকে সর্বাতœক সহযোগিতা করা হবে বলে জানান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রামু কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি তার বক্তব্যে ঈদগাঁওকে উপজেলায় উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে এবং সরকার কক্সবাজরের উন্নয়নে ব্যাপক উন্নয়নযজ্ঞ বাস্তবায়ন করছে বলে জানান। এছাড়া রেললাইন, ঈদগাঁও’র বাঁশঘাটা ব্রীজ এবং কবি মুহম্মদ নুরুল হুদা সড়কসহ ক্ষতিগ্রস্থ সড়কসমুহের সংস্কার কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে উপস্থিতদের জানান। সংবর্ধিত অতিথি লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ তার বক্তব্যে তাকে বিপুলভাবে সংবর্ধিত করার জন্য বৃহত্তর ঈদগাঁওবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশৃংলা বাদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে কক্সবাজারের সর্বত্র উন্নয়নের বিল্পব ঘটানোর আহবান জানানোর পাশাপাশি স্ব-স্ব পেশার কর্মজীবিদের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালনের আহবান জানান। এছাড়া তাকে এ পদে নিযুক্ত করায় তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত এবং জাতিসত্তার কবি ও দরিয়ানগরের ভূমিপুত্র কবি মুহম্মদ নুরুল হুদা কক্সবাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে আগামীতে আরো ১০ বছরের জন্য ফোরকান আহমদ সাহেবকে স্বপদে বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম রহিম উল্লাহ, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, উপজেলা স্বেচ্চাসেবকলীগ সভাপতি এডঃ একরামুল হুদা, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম,সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জাতীয় শ্রমিকলীগ আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা এবং ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ।
উপস্থিত ছিলেন জেলা আ’লীগের উপদেষ্টা মমতাজ আহমদ (জাপান), কউক সদস্য ডাঃ সাইফুদ্দীন ফরাজী, প্রকৌশলী বদিউল আলম, এডঃ প্রতিভা পাতিল, এডঃ আমজাদ হোসেন, জেলা আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক ফিরোজ আহমদ,মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মাস্টার নুরুল আজিম, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, আওয়ামীলীগ নেতা শিল্পপতি মনজুরুল হক চৌধুরী, শামিম শহিদ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ খায়রুজ্জামান, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ রফিকুল ইসলাম, সদর আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, আ’লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, আ’লীগ সভাপতি এহেছানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, ইসলামপুর চেয়ারম্যান আবুল কালাম, সাবেক চেয়ারম্যান মাস্টার আবদুল কাদের, সাবেক চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান চৌধুরী, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ও আ’লীগ সভাপতি মোজাহের আহমদ, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালালাবাদ আ’লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক এম মমতাজুল ইসলাম খান, আওয়ামীলীগ নেতা আজিজুল হক এবং ঈদগাঁও সাংগঠনক উপজেলা ছাত্রলীগ সহসভাপতি রাশেদ উদ্দিন রাশেলসহ আওয়ামীলীগ সহযোগী সংগঠণ সমুহের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়াও বিভিন্ন পেশাজীবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বী এবং স্থানীয় জনগণ স্বতস্ফূর্তভাবে সংবর্ধণা অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে বিশাল বিশাল মিছিলসহকারে অনুষ্ঠানে যোগদান করেন। এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে এসময় বরণ করে নেয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।