কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তিন ব্যক্তিকে অপহরণ করার পর ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবী করার খবর পাওয়া গেছে। জানা যায়, ১৬ মার্চ রাত ৩টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার “খাদিক্যা” নামক এলাকায় চাষের জমিতে পানি চালানো অবস্থায় কালিরছড়া উত্তর পাড়া এলাকার গোলাম বারীর পুত্র নুরুল আবছার লেড়– (২৭), একই এলাকার ছৈয়দ আলমের পুত্র কৈয়ম উল্লাহ (১৭) ও গোলাম বারী ফকিরের পুত্র আবদুল আজিজ পুতিক্যা (৩০)কে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃত কৈয়ম উল্লাহর পিতা ছৈয়দ আলম এ প্রতিনিধিকে তার ছেলেকে অপহরণের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি তার মোবাইলে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর কথাও স্বীকার করেন। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এদিকে মানবাধিকার কমিশন ঈদগাঁও’র সভাপতি কাইয়ুম উদ্দীন চৌধুরীর মতে, দিনমজুর ৩ ব্যক্তিকে অপহরণের ঘটনায় তাদের পরিবার বর্তমানে অসহায়ত্ব বিরাজ করছে। অপহরণ চক্রের হাত থেকে বাঁচতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া এ প্রতিনিধিকে অপহরণের সত্যতা নিশ্চিত করেন এবং তাদের উদ্ধারের তৎপরতা চলছে বলে জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।