কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরেক সন্দেহভাজন মানবপাচারকারী নিহত হয়েছেন।
নিহত বেলাল হোসেন (৩৮) কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের কাউয়ারপাড়ার মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারের ছয়টি মামলা রয়েছে।
গত সপ্তাহে থাইল্যান্ডে মানবপাচারকারীদের একটি বন্দি শিবিরে গণকবর থেকে ২৬ জনের দেহাবশেষ উদ্ধার করার পর থাই, মালয়েশীয় ও ইন্দোনেশীয় পুলিশের মতো বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীও পাচারকারী চক্রের বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে কক্সবাজারেই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন পাঁচ সন্দেহভাজন মানবপাচারকারী।
মঙ্গলবার ভোরের ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, “মানবপাচারকারীদের অবস্থান করার খবর পেয়ে পুলিশ ভোমরিয়ারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বেলাল ঘটনাস্থলেই নিহত হয়।”
গোলাগুলির সময় দুই পুলিশ সদস্যও আহত হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি।
তিনি বলেন, “নিহত বেলাল হোসেন পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে এ অভিযোগে ছয়টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে।”
বাংলাদেশ ও মিয়ানমার থেকে নৌকা বা মাছ ধরার ট্রলারে করে সাগরপথে মালয়েশিয়ার পথে মানবপাচারের ঘটনা আলোচনায় রয়েছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি থাইল্যান্ডে গণকবরের সন্ধান পাওয়ার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে তোলপাড় শুরু হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত সপ্তাহে সাংবাদিকদের বলেন, “থাইল্যান্ডে অবৈধভাবে যারা লোক পাঠিয়েছেন, সেসব অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
গত শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একটি প্রতিবদনে বলা হয়, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশি ও রোহিঙ্গা মানব পাচারের শিকার হয়েছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।
গণমাধ্যমের খবর, কক্সবাজার ও মিয়ানমার থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মাছ ধরার নৌকা ও ট্রলারে করে প্রথমে নেওয়া হয় থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের বিভিন্ন বন্দিশিবিরে। সেখান থেকে সুবিধাজনক সময়ে কয়েকটি রুটে তাদের মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পাচার করা হয়।
থাইল্যান্ড সরকার মানবপাচারকারীদের আস্তানার খোঁজে অভিযান শুরু করার পর গত দুই দিনে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া উপকূল থেকে দুই হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে অর্ধসহস্রাধিক বাংলাদেশি রয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।