১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

ঈদগাঁওতে সী-লাইনের ধাক্কায় ৪ সন্তানের জননীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁও বাসস্টেশনে সী-লাইন সার্ভিসের ধাক্কায় ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে বর্ণিত ইউনিয়নের ভুতিয়া পাড়া এলাকার সেলিম উদ্দীন প্রকাশ শিমুলের স্ত্রী শাহেনা আক্তার বলে জানা গেছে।

২৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে দরগাহ গেইটের সামনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শাহেনা আক্তার রাস্তার এক পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ঐসময় বেপরোয়া গতিতে আসা সী-লাইন সার্ভিস যার নং কক্সবাজার চ ১১-০০৩৬ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয়। স্থানীয় এমইউপি কামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুজ্জামান জনগণের সহায়তায় গাড়িটি জব্দ করেছেন বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান ঘাতক সী-লাইন চালক মাদক দ্রব্য সেবন করে বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে আসছিল। যার কারণে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। তারা উক্ত ঘাতক চালকের বিচার দাবী করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।