২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

ঈদগাহ কলেজে অনার্স কোর্স চালুর খবরে উল্লাস

বৃহত্তরeidghon-farid-ahmed-college_1 ঈদগাঁওর সাধারণ শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনার্স কোর্স চালুর খবরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে।

প্রাপ্ত তথ্যে প্রকাশ, ১২ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সভায় কক্সবাজার সদরের শিক্ষা-দীক্ষায় অবহেলিত ঈদগাহ কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকে অনার্স কোর্স চালুর বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদের সভাপতিত্বে জাতীয় বিশ^বিদ্যালয় ভবনে আয়োজিত উক্ত সভায় বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ অধিভূক্তি কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা জানান, অনার্স কোর্স চালুর বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে তাৎক্ষণিক জানানো হয়েছে। এ বছর রাষ্ট্র বিজ্ঞান, বাংলা ও অর্থনীতি বিষয়ে সম্মান কোর্সে ছাত্রছাত্রী ভর্তির অনুমতি মিলেছে। তাই জাতীয় বিশ^বিদ্যালয়ের চলমান ভর্তি কার্যক্রমের মধ্যেই তার কলেজে রিলিফ স্লিপের মাধ্যমে অনার্স ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ঈদগাহ কলেজে অনার্স কোর্স চালু হওয়ায় কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোক্তার আহমদ, মোহাম্মদ জকরিয়া, সাংবাদিক মো. রেজাউল করিম জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অন্যদিকে এ খবর কলেজ কর্তৃপক্ষের নিকট পৌঁছার পর সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়। উল্লেখ্য, বর্তমান কলেজ গভর্নিং বডি স্থানীয় এলাকাবাসীর দাবী ও শিক্ষার্থীদের সুবিধার্থে অত্র কলেজে অনার্স কোর্স চালুর প্রয়োজনীয় অনুমতির জন্য বেশ কিছুদিন যাবত জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।