খুশির ঈদে বাগড়া হয়ে এসেছে বৃষ্টি। বুধবার ঈদের দিন সকাল থেকে রাজধানীসহ সারাদেশে হচ্ছে বৃষ্টি। চলবে আগামী চব্বিশ ঘণ্টা। এমনটাই জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে।
বৃষ্টির মধ্য দিয়েই সকাল ৭টায় রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় ঈদের প্রথম জামাত। বৃষ্টি-বাতাসের মধ্যে চরম দুর্ভোগে পড়েন মুসল্লিরা।
আবহাওয়ার অফিস বলছে, রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় সকাল থেকে বৃষ্টি হতে পারে। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও হালকা এমনকি কোথাও ভারী। দুপুরে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও সন্ধ্যায় আবার বৃষ্টি নামতে পারে। পশ্চিমা বায়ুর চাপ থাকায় এ বৃষ্টি আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে। বর্তমান তাপমাত্রাই বিরাজ করবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।