২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”মেধা বৃত্তি পরীক্ষা’২২ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে সম্পন্ন হলো “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”শীর্ষক মেধা বৃত্তি পরীক্ষা’২২ সম্পন্ন হয়েছে।উখিয়া উপজেলা ছাত্রলীগের পদ-প্রত্যাশী সালাহ উদ্দিনের উদ্যোগ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনানের প্রধান পৃষ্ঠপোষকতায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আজ দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যেখানে ১৫ জনকে বিজয়ী হিসেবে পুরষ্কার প্রদান করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মানিক।সকাল ১১.৩০মিনিটে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় ১২.৩০মিনিটে। বিজয়ী ১৫জন শিক্ষার্থীর হাতে উখিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিকেল ৩.৩০মিনিটের সময় সার্টিফিকেট,নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।


এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন বলেন,আপনারা দেখেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান ভাইয়ের হাতে উদ্ভোদন হওয়া,৭ই মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আমার নানা কর্মসূচী ইতিমধ্যে সারা দেশে প্রশংসিত হয়েছে,আর এই মেধা বৃত্তি তারই একটি অংশ।আলহামদুলিল্লাহ সবকিছু সফলভাবে সম্পন্ন করলাম আজ।

ছাত্রনেতা হিসাবে শিক্ষার্থীবান্ধব সব কাজে নিজেকে নিয়োজিত রাখতে আমার ভালো লাগে।বরাবরের মতো এবারের এতো বিরাট আয়োজন শেষ করতে যারা সহযোগিতা করছেন সকলকে আন্তরিক ধন্যবাদ।মূলত নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দিতেই আমাদের এই আয়োজন ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।