২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার যুব রেড ক্রিসেন্ট সোসাইটির পূর্নাঙ্গ কমিটি গঠন

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ খুরশেদ আলম, সহকারী পরিচালক এবং ইউনিট লেভেল কর্মকর্তা আরজু উদ্দিন সাফদার ও জেলা যুব প্রধান আসিফ রায়হান কাফি স্বাক্ষরিত পত্রে গত শনিবার (২ এপ্রিল) তারিখ উল্লেখ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন উখিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী পরিষদের মাহমুদুল হাসান চৌধুরী (চমক)কে দলনেতা ও মোঃ ফারুককে উপ দলনেতা-০১ করে ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এতে, তসলিমা আকতারকে উপদলনেতা-০২, সাইদুল হাসানকে (জনসংযোগ ও পরিকল্পনা) বিভাগীয় প্রধান, মাইন উদ্দিন রিয়াজকে (জনসংযোগ ও পরিকল্পনা) উপ-বিভাগীয় প্রধান, নুরুল আবছারকে (স্বাস্থ্য ও সেবা) বিভাগীয় প্রধান, তারেক আজিজকে (স্বাস্থ্য ও সেবা) উপ-বিভাগীয় প্রধান, আবদুল জলিলকে (প্রশিক্ষণ) বিভাগীয় প্রধান, উমর ফারুককে (প্রশিক্ষণ)’র উপ-বিভাগীয় প্রধান, রফিক উল্লাহকে (রক্ত) বিভাগীয় প্রধান, দিদারুল আলমকে (রক্ত) উপ-বিভাগীয় প্রধান, মহিদুল ইসলামকে (বন্ধুত্ব) বিভাগীয় প্রধান, সাদিয়া নুসরাত পপিকে (বন্ধুত্ব) উপ- বিভাগীয় প্রধান, মোঃ ফয়েজুর রহমানকে (ক্রীড়া ও সাংস্কৃতিক) বিভাগীয় প্রধান এবং ফারজানা ইমরুছ বিথীকে (ক্রীড়া ও সাংস্কৃতিক) উপ-বিভাগীয় প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে এক প্রতিক্রিয়ায় উখিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী পরিষদের দলনেতা মাহমুদুল হাসান চৌধুরী (চমক) কক্সবাজার জেলা ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উখিয়া ইউনিটের কার্যক্রম বেগবান করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাবো।

তিনি বলেন, দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য মহান ব্রতকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে চমক বলেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট সব দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরাবরই মানুষের দুর্ভোগ লাঘবে ভুক্তভোগী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় মানুষকে আন্তরিক সহযোগিতা, রক্তদান কর্মসূচির বিস্তৃতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম প্রসারিত করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দলের সবার সহযোগিতা নিয়ে উখিয়া ইউনিট বলিষ্ঠ ভূমিকা পালন করতে সচেষ্ট থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।