২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়ায় ইউপি সদস্য মুছার রান্নাঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫

 ফারুক আহমদ, উখিয়াঃ করোনা ভাইরাসের কারনে লকডাউনের মাঝেও থেকে নেই ইয়াবা বানিজ্য। করোনা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততাকে কাজে লাগাচ্ছে ইয়াবা কারবারি সিন্ডিকেট। উখিয়ার উপকুলীয় এলাকা  জালিয়াপালং ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন কমিনিউটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, স্থানীয় দুই চৌকিদার সহ ৫ জন ৯ হাজার ইয়াবা নিয়ে উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে।
থানা সুত্রে জানা গেছে,গোপন  সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  ১৬ এপ্রিল সকাল সকাল সাড়ে ১১ টার     দিকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্বার্থ  সাহার নেতৃত্বে একদল পুলিশ জালিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন কমিনিউটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মোঃ মুছার বাড়িতে অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার করে।  ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিদ্ধার্থ সাহা অভিযানের সত্যতা স্বীকার করে বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে ছেপট খালী গ্রামে মেম্বার মূছার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
অভিযোগে প্রকাশ,  আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মেম্বার মূছাকে ছাড়িয়ে নিতে দেন দরবার ও দৌড় ঝাপ শুরু হলে পুলিশের অনড় ভূমিকার কারণে তা ব্যর্থ হয়। এরই মধ্য   খবর পেয়ে দ্রুত ঘটনা স্হলে যান উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জু।  এ সময় উপস্থিত হন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।  সকলের সামনে উদ্ধারকৃত ইয়াবা গনণা করা হয়।
 এদিকে থানা সূত্রে জানা গেছে,  পুলিশ ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে মেম্বার মুছা (৪০),৯ নং ওয়ার্ডের চৌকিদার মঞ্জুর আলম (২৫),৮ নং ওয়ার্ডের চৌকিদার আবুল বশর,   সুমন চাকমা (২৪) ও তার মা মছু চাকমাকে আটক করে থানায় নিয়ে আসেন।
উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু জানান,আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।