১৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২ আশ্বিন, ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৬


আমন ধান ১ হাজার নারিকেল গাছ ৮০০ জন

উখিয়ায় কৃষি বিভাগের প্রণোদনা পেলেন ১৮০০ কৃষক /কৃষাণী

নিউজ ডেস্ক:

উখিয়া উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল গাছের চারা, ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, পাঁচ ইউনিয়নের ৮শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল গাছের চারা ও ১হাজার জন কৃষকদের মাঝে ৫ কেজি হারে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম সূচনা করা হয়। সারের মধ্যে প্রতিজন কৃষক ১০কেজি এমওপি ও ১০কেজি ডিএপি সার পাবেন।

গতকাল বুধবার(৩ জুলাই) ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন সহ প্রমুখ।

বিনামূল্যে নারিকেল গাছের চারা, আমন ধানের বীজ ও রাসায়নিক সার পেয়ে উৎফুল্ল দেখা যায় কৃষকদের। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলেন,”বর্তমান সরকার আমাদেরকে কৃষির প্রতি উদ্ধুদ্ধ করতে বিনামূল্যে কৃষি উপকরণ দিয়ে যাচ্ছে। যখনই কোনো সমস্যায় পড়ি সাথে সাথে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে আমরা কৃষিকাজ করে যাচ্ছি।
প্রচুর বৃষ্টিপাতের মধ্যেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা এসে উৎফুল্লমুখে উপকরণ গ্রহন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নিজাম উদ্দিন বলেন,”বর্তমান সরকার কৃষকদের কৃষিকাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিনামূল্যে নানা সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সরকারের উদ্যোগ বাস্তবায়ন উপজেলা কৃষি অফিস সবসময় মাঠ পর্যায়ে কৃষকদের সেবা ও পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে। কৃষিখাতের উন্নয়নে উখিয়া উপজেলা কে রোলমডেল হিসেবে গড়ে তুলতে উপজেলা কৃষি অফিস বদ্ধপরিকর।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।