২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

উখিয়ায় বোরো চাষাবাদের উৎসবে মেতেছে কৃষক : বেড়েছে লোডশেডিং


উখিয়া উপজেলার সর্বত্র বোরো চাষাবাদ উৎসবে মেতেছে কৃষকরা। চারা রোপন থেকে শুরু করে সেচের পানি দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। সেইসাথে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং চিন্তার ভাজ ফেলে দিয়েছে ।
সরেজমিনে উপজেলার ৫ টি ইউনিয়ন পরিদর্শনে দেখা যায়, প্রায় ৬০টি গ্রামে বোরো চাষাবাদের কৃষক কৃষাণীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। রোপন কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
রতœাপালং ইউনিয়নের কৃষকরা অভিযোগ করে বলেন, বোরো মৌসুম শুরু হতে না হতেই পল্লী বিদ্যুৎতের লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গেছে। ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উখিয়া উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা যায়, উপজেলার আবাদী ১০ হাজার ১শত হেক্টর জমির মধ্যে ৬ হাজার হেক্টর বোরো চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা জমিতে চারা রোপন থেকে শুরু করে সেচ এবং সার প্রদানে ব্যস্ত সময় পার করছেন। এই বছর ব্রি ২৮ নং উচ্চ ফলন শীল নামক জাতের চাষ করা হয়েছে সবচেয়ে বেশি।
উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বোরো চাষে সেচ দেওয়ার জন্য ইতিমধ্যে সংযোগ প্রদান করা হয়েছে। বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং বেড়েছে।
উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, এই বোরো মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা না হলেও এইবারও ভালো ফলনের ব্যাপারে তিনি আশাবাদী।
অবিলম্বে লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের মাধামে চাষাবাদ অব্যাহত রাখার দাবী দাবী জানান সচেতন কৃষকরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।