সরকারের উদারমুখী প্রকল্প খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় এলাকার হতদরিদ্র পরিবারের খাদ্য সংকট দূরীকরণের লক্ষ্যে ১০টাকা কেজিতে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হলেও উখিয়ার পালংখালী ইউনিয়নে তার ব্যতিক্রম ঘটেছে। এনিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করলেও তারা কতটুকু অনিয়ম উদঘাটন করতে পেরেছে তা জানাতে সংশ্লিষ্টরা অপারগতা প্রকাশ করলেও অভিযোগকারীর দাবী ৩৮টি কার্ড বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। সূত্রমতে, পালংখালী ১ ও ২নং ওয়ার্ডে ১০ টাকা চালের কার্ড বিতরণে ব্যাপক দুর্নীতি অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে মর্মে পালংখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো একটি ও সাবেক ইউপি সদস্য রাজা মেম্বার, স্থানীয় বিএনপি নেতা জাফর ইকবাল ও মীর কাশেম সহ ৩ জন বাদী হয়ে পৃথক ২টি অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে। উক্ত অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোগী হয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা সুনীল দত্ত, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী ও মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেনকে নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে দেন। গতকাল রবিবার স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দিনের নিকট তদন্ত কার্যক্রম কতটুকু অগ্রগতি হয়েছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি ধামাচাঁপা দেওয়ার চেষ্টা করে সাংবাদিকদের এড়িয়ে যান। তবে অভিযোগকারী ফজল কাদের ভুট্টো জানান, গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবিষয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী হয়েছে। দীর্ঘ শুনানীতে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ৩৮টি কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব কার্ড যারা পেয়েছেন, তাদের মধ্যে রয়েছে, ব্যবসায়ী, যানবাহন মালিক, রড-সিমেন্ট ব্যবসায়ী, প্রবাসী ও সংশ্লিষ্ট মেম্বারের আতœীয় স্বজন। এব্যাপারে জানতে চাওয়া হলে তদন্ত কমিটির সদস্য মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন জানান, ৩৮টি কার্ডের বিরুদ্ধে অভিযোগ ছিল। সেখান থেকে ৫টি কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আলাপ আলোচনা হয়েছে। উখিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুনীল দত্ত পালংখালী ইউনিয়নের ১০ টাকায় চাল বিতরণে অনিয়মের সত্যতা স্বীকার করে বলেন তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, জড়িতদের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।