১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

উখিয়া কলেজে একযোগে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ৪টি বিষয়ে ক্লাশ শুরু

Ukhia College Hons Pic

কক্সবাজারের উখিয়া উপজেলা সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ৪টি (হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা) বিষয়ের ক্লাশ আরম্ভ হয়েছে।

৪ এপ্রিল, শনিবার সকাল ১০টায় স্ব-স্ব বিভাগীয় প্রধানের সভাপতিত্বে পৃথক পৃথক ৪টি বিষয়ের ক্লাশের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উখিয়া কলেজের অধ্যক্ষ ফজলুল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন উখিয়া কলেজের উপাধ্যক্ষ আব্দুল হক।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে হিসাব বিজ্ঞান বিভাগে ৪০জন ও ব্যবস্থাপনা বিভাগে ৩৮জন সহ মোট ৭৮জন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাশে অধ্যাপক শাহ আলমের উপস্থাপনায় বিভাগীয় প্রধান ও অধ্যাপক সবুজ শাহরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ক্লাশে অন্যান্যদের উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাজু আরা বেগম, অর্থনীতি বিভাগের প্রভাষক জালাল আহমদ, কম্পিউটার ইনচার্জ পলাশ বড়–য়া। শুরুতে কোরআন থেকে পবিত্র তেলাওয়াত করেন অনার্সের শিক্ষার্থী আলমগীর করিম রাশেদ, ত্রিপিটক থেকে পাঠ করেন ১মবর্ষ (নুতন) শিক্ষার্থী মুন্নি বড়–য়া, গীতা থেকে পাঠ করেন ১ম বর্ষ (পুরাতন) শিক্ষার্থী দীপ্ত দত্ত। এ সময় নবীণদেরকে প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং বরণ শেষে বিভাগীয় প্রধান সবুজ শাহরিয়ার ওরিয়েন্টেশান ক্লাশ করেন।

একই ভাবে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্বোধনী ক্লাশে অধ্যাপক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী ক্লাশে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও অধ্যাপক মোহাম্মদ আলী। এ সময় অন্যান্যদের উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক তৌহিদুল আলম তৌহিদ, আবু তাহের

বাংলা বিভাগের ১২ শিক্ষার্থীদের নিয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উদ্বোধনী ক্লাশে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও অধ্যাপক অজিত কুমার দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রভাষক মো: ছৈয়দ আকবর, প্রভাষক নুরুল আমিন, হিসাব রক্ষক জিয়াউল হক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।