উখিয়ার উপজেলার বালূখালী এলাকা ১০৮জন রোহিঙ্গা আটককের ঘটনা নিয়ে বিজিবি, দালাল, গ্রামবাসি ও রোহিঙ্গাদের মাঝে চতুরমূখী সংঘর্ষে এক বিজিবি সুবেদার গুলিবিদ্ধ সহ ৪জন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কতিপয় দুষ্কৃতিকারীদের প্ররোচনায় উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি প্রদান করেছেন, উখিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক মানিক, আহবায়ক কমিটির সদস্য জামাল উদ্দিন, জসিম উদ্দিন, কামাল হোছাইন চৌধুরী, সাহাব উদ্দিন, হেলাল উদ্দিন, জাহেদুল ইসলাম বেলাল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাফর আলম, ইফতেখার উদ্দিন, মোস্তাক আহমদ, নুরুল আমিন, মোহাম্মদ ইউনূছ ভুট্টো, সিরাজ কবির, মোজাম্মেল হক, আবুল কালাম, ইমরান, সাইফুল ইসলাম, মফিদুল আলম লালু, সাহাব উদ্দিন। বিবৃতিতে সেচ্ছাসেবকদলের নেতারা ঘটনাটি সুষ্টু তদন্ত করে প্রকৃত ইন্দনকারীর বিরুদ্ধে ব্যবস্থা ও দৃষ্টান্ত মূলক শাস্তির প্রদানের পাশাপাশি ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকীকে উক্ত মামলা থেকে অব্যহতি দেওয়ার দাবী জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।